করাব রহমানিয়া দাখিল মাদরাসাটি লাখাই উপজেলাধীন ৫নং করাব ইউনিয়নের বল্লভপুর গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৮ শতাংশ ভূমির উপরে একটি আধাপাকা ভবন, দুইটি টিনসেড কাঁচা ভবনের সমন্বয়ে গঠিত এবং একটি টিনসেড কাচা মসজিদ রয়েছে।
করাব গ্রামে একটি দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত করা হয়। কতিপয় হিতৈষী ব্যক্তি ১.১৫ একর জমি দান করেন এবং ১৯৮০ সালে করাব রহমানিয়া দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটি ০১/০৬/১৯৮৬ ইং তারিখ হইতে এম.পি.ও ভূক্তি লাভ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস